প্রতিবেদন : চলতি মাসের মাঝামাঝি থেকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৭৩ জন। করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০৯৮১।
আরও পড়ুন-পৃথ্বীর দিকে নজর থাকবে রোহিতদের, দাবি সৌরভের
কেরলে চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৩০৮৪১। দৈনিক পজিটিভিটির হার ১.৩০ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ১.৪৭ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭৯ শতাংশ।
সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা তৈরি রাখার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজ্যগুলিকে করোনা পরীক্ষার হার বাড়াতে বলেছেন। অন্যদিকে, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬ নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।