১ জানুয়ারি থেকে ৬ দেশের যাত্রীদের কোভিড পরীক্ষার তথ্য বাধ্যতামূলক

এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পূর্ববর্তী তরঙ্গের সময় বিশ্লেষণ করে জানিয়েছে, ভারতে জানুয়ারিতে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে

Must read

নয়াদিল্লি : কোভিড সংক্রমণ ঠেকাতে নতুন পদক্ষেপ। ১ জানুয়ারি থেকেই চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীদের জন্য কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট পেশ বাধ্যতামূলক হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই দেশগুলির যাত্রীদের ভারতে আসার আগে সরকারি এয়ার সুবিধা পোর্টালে নিজেদের পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে। চিন এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে কোভিড সংক্রমণ ফের বাড়তে থাকায় এই সতর্কতামূলক পদক্ষেপ।

আরও পড়ুন-রুশ হানার বহর বাড়ছে কিয়েভে

এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পূর্ববর্তী তরঙ্গের সময় বিশ্লেষণ করে জানিয়েছে, ভারতে জানুয়ারিতে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তবে হাসপাতালে ভর্তি এবং মৃত্যু বাড়ার সম্ভাবনা কম। স্বাস্থ্যমন্ত্রকের কর্মকর্তারা বলেছেন, আমরা গত তিনটি তরঙ্গের সময় দেখেছি যে পূর্ব এশিয়ার দেশগুলিতে কোনও ভ্যারিয়েন্টের প্রকোপ শুরুর ১০ দিনের মধ্যে ইউরোপে তার সংক্রমণ শুরু হয়। পরবর্তী ১০ দিনের মধ্যে তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলিতে পৌঁছয়। ভারতে এর প্রকোপ পৌঁছতে গড়ে সময় লাগে ৩০ থেকে ৩৫ দিন। করোনাভাইরাস সংক্রমণের এই প্যাটার্ন অনুযায়ী জানুয়ারি মাসে বিশেষ সতর্ক থাকা উচিত। সাবধানতা বজায় রেখে মাস্ক পরে বাইরে যাওয়া গুরুত্বপূর্ণ। যদিও গত ছয় সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা গেলেও ভারতে সংক্রমণ এখনও কমই রয়েছে।

Latest article