রুশ হানার বহর বাড়ছে কিয়েভে

প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে গিয়েছে একের পর এক বাড়িঘর ও গাছপালা। তছনছ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, স্কুল সবকিছুই

Must read

প্রতিবেদন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন মুখে এক কথা বলছেন, আর কাজও করছেন ঠিক তার বিপরীত। দু’দিন আগেই পুতিন জানিয়েছিলেন, শীতের সময় ইউক্রেনের উপর লাগাতার হামলা বন্ধ করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বছরের শেষ লগ্নে এসে ইউক্রেনের উপর রাশিয়া তাদের হামলা বহুগুণ বাড়িয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে চলন্ত ক্যাবে তরুণীকে ধর্ষণ

গত তিনদিনে রাশিয়া কিয়েভ লক্ষ্য করে ১২০টি মিসাইল হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গিয়েছে রাজধানী কিয়েভের অসংখ্য ঘরবাড়ি। জখম হয়েছেন বহু মানুষ। যাদের মধ্যে অনেকেই শিশু ও মহিলা। ইউক্রেনীয়দের বড়দিন ও বর্ষবরণের আনন্দ যুদ্ধের আবহে উদ্বেগ আর অনিশ্চয়তায় ম্লান হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার ইউক্রেনের বায়ুসেনা স্বীকার করে নিয়েছে, রাশিয়ার একের পর এক মিসাইল আছড়ে পড়েছে কিয়েভে। প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে গিয়েছে একের পর এক বাড়িঘর ও গাছপালা। তছনছ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, স্কুল সবকিছুই।

আরও পড়ুন-সাকেত গ্রেফতারি : গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা, জাতীয় মানবাধিকার কমিশনের

রাশিয়া ইচ্ছাকৃতভাবেই মূলত জনবহুল এলাকাগুলিতে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জেলেনস্কি বাহিনীর দাবি, কত কয়েক দিনে কিয়েভ ও সংলগ্ন এলাকায় রাশিয়া কমপক্ষে ১২০টি মিসাইল হামলা চালিয়েছে। যার ফলে বহু মানুষ জখম হয়েছেন। বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা জানায়নি জেলেনস্কি বাহিনী।

Latest article