ঝাড়গ্রামে তৈরি হল অভিনব কাউ হস্টেল

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত প্রমুখ।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বিজ্ঞানসম্মতভাবে গোপালন করে সাবলম্বী করে এলাকার মানুষের আর্থিক উন্নতি ঘটাতে উন্নত প্রজাতির গরু দেওয়া হল সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগে। ধানঘোরি অঞ্চলের সিধাকুড়া এলাকায় কাউ হস্টেলের উদ্বোধন করে এলাকার ২০ জনকে গরু দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত প্রমুখ।

আরও পড়ুন-মাওবাদী নিয়ে সমাজমাধ্যমে কুৎসা

বিডিও বলেন, ‘সিধাকুড়ায় কাউ হস্টেল অনেক আগে তৈরি হলেও ভগ্নদশায় ছিল। এআরডি ডিপার্টমেন্টের সঙ্গে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পুনরুজ্জীবিত করা হল। বিজ্ঞানসম্মতভাবে পশুপালন, জৈব সার প্রয়োগ করে কৃষিকাজ হবে আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে।’ বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত বলেন, ‘জঙ্গলমহল-সহ গোটা রাজ্যে চলা উন্নয়নের কর্মযজ্ঞের নিদর্শন সিকাকুড়ার কাউ হস্টেল। জার্সিজাতীয় উন্নত প্রজাতির গরুর দুধ বিক্রি করে আয়ের বিকল্প পথ খুঁজে পাবেন মানুষ।’

Latest article