গ্যাস লিকে রাজ্য আক্রান্তদের পাশে

চেক প্রদান অনুষ্ঠানে লালবাগ মহকুমা শাসক সুদীপ ঘোষ, মুর্শিদাবাদের পুরপ্রধান নন্দিতা দাস নন্দী-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন

Must read

সংবাদদাতা, বহরমপুর : লালবাগে গ্যাস লিক করে অসুস্থ কুড়িজনের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বুধবার দুপুরে লালবাগ মহকুমা অফিসে অসুস্থ ব্যক্তি-সহ পরিবারের হাতে ২৫ ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায় জানান, লালবাগের পিএইচই দফতরের মাঠে গ্যাস লিক করে অসুস্থ যে ১৮ জন লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি, তাঁদের পরিবারের হাতে ২৫ হাজার টাকা।

আরও পড়ুন-ঝাড়গ্রামে তৈরি হল অভিনব কাউ হস্টেল

বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে দুজন ভর্তি, তাঁদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অসহায় মানুষের পাশে সর্বদা থাকেন তা ফের প্রমাণিত হল বলে জানান তিনি। চেক প্রদান অনুষ্ঠানে লালবাগ মহকুমা শাসক সুদীপ ঘোষ, মুর্শিদাবাদের পুরপ্রধান নন্দিতা দাস নন্দী-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Latest article