বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আইসিইউতে গরুর তাণ্ডব

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালগুলির (Cow- Madhya Pradesh Hospital) অব্যবস্থা আগেও একাধিকবার সামনে এসেছে। শিবরাজ সিং চৌহানের রাজ্যে রোগীর পাশে কুকুর শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার ডবল ইঞ্জিনের রাজ্যের এক সরকারি হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়ল গরু। নিশ্চিন্তে ঘুরে বেড়াল আইসিইউয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এদিকে গরু দেখে ভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন রোগীর আত্মীয়-পরিজনরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলা হাসপাতালে।
শুক্রবার সন্ধ্যায় আইসিইউতে গরু (Cow- Madhya Pradesh Hospital) ঢুকে পড়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তারপরেও বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। বরং বিষয়টিকে নিতান্তই সামান্য বিষয় বলে মনে করছে তারা। সাধারণত অত্যন্ত সংকটজনক রোগীদের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। আইসিইউয়ের মতো বিভাগে গরু ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। রোগীর পরিজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে। কিন্তু অধিকাংশ সময়ই তাঁদের দেখা মেলে না।

আরও পড়ুন-ডেঙ্গি প্রতিরোধে রণকৌশল ঠিক করতে নবান্নে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক

Latest article