সিপিএম-কংগ্রেস নেতাদের চিটফান্ড সম্পত্তি বাজেয়াপ্ত

অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। চিটফান্ড মামলা হলেই বিরোধীরা রাজ্যের শাসক দলের দিকে বন্দুক তাক করতে অভ্যস্ত ছিল।

Must read

প্রতিবেদন : অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। চিটফান্ড মামলা হলেই বিরোধীরা রাজ্যের শাসক দলের দিকে বন্দুক তাক করতে অভ্যস্ত ছিল। কিন্তু দেখা গেল কাঠগড়ায় উঠেছেন সিপিএম আর কংগ্রেসের নেতা-নেত্রীরা। শুধু তাই নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হল দুই দলের নেতা-নেত্রীদের। সকাল-বিকেল যারা রাজ্যের শাসক দলের সমালোচনা করতে ব্যস্ত, তারা কোন মুখ নিয়ে সমালোচনা করে সেটাই দেখার!

আরও পড়ুন-দিনের কবিতা

শুক্রবার ইডির তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারদা চিটফান্ড প্রতারণা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম, অসমের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত, এ রাজ্যের প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন সিপিআইএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস-সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। অভিযোগ, এঁরা সবাই সারদা থেকে কোনও না কোনওভাবে লাভবান হয়েছিলেন।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের মন্তব্যে উত্তাল সিকিম

ইডির তরফে জানানো হয়েছে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-র অধীনে সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৩.৩০ কোটি টাকার অস্থাবর এবং ৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এই সব সম্পত্তি সারদা গোষ্ঠীর থেকে যাঁরা লাভবান হয়েছিলেন তাঁদের মালিকানাধীন ছিল বলেই দাবি ইডির। এই সুবিধাভোগীদের মধ্যে অন্যতম হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম। তিনি সারদার আইনজীবী ছিলেন বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত মোট ৬০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Latest article