চিন সফর বাতিল

Must read

রিয়াধ, ২৪ জানুয়ারি : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) চোট পাওয়ায় চিন সফর বাতিল করে দিল আল নাসের। চিনের দু’টি ক্লাবের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার কথা ছিল আল নাসেরের। কিন্তু তাদের সেরা তারকা সিআর সেভেন চোটের কবলে পড়ায় সফর বাতিল করে দিতে বাধ্য হয় সৌদি প্রো-লিগের ক্লাব। সাংঘাই শেনহুয়া এবং ঝেজিয়াং এফসি-র বিরুদ্ধে আগামী ২৪ ও ২৮ জানুয়ারি দু’টি ফ্রেন্ডলি খেলার কথা ছিল রোনাল্ডোদের। সফর বাতিল হওয়ায় চিনের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পর্তুগিজ তারকা।

আরও পড়ুন-হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ নিষিদ্ধ একাধিক দেশে, মুক্তির আগেই ধাক্কা!

রোনাল্ডো (Cristiano Ronaldo) বলেছেন, ‘‘আমি চাইনিজ সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করছি। চোট-আঘাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চিন আমার কাছে দ্বিতীয় ঘর। বাকিদের মতো আমিও প্রচণ্ড হতাশ সফর বাতিল হওয়ায়।’’ রোনাল্ডোদের বিরুদ্ধে ম্যাচের জন্য মাত্র মিনিট খানেকের মধ্যেই অনলাইনে টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছিল। আয়োজকদের তরফে এদিন জানানো হয়েছে, টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। ম্যাচের নতুন দিনক্ষণ ঠিক করবে চিন ফুটবল ফেডারেশন।

Latest article