ম্যাঞ্চেস্টার: অবশেষে স্বস্তি! ছ’ম্যাচ পর ফের গোলের মুখ দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিন ম্যাচ পর জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও (Manchester City)। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চার নম্বরে উঠে এল ম্যান ইউ (২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট)। রোনাল্ডো ছাড়া দলের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।
নতুন বছরে এটাই প্রথম গোল রোনাল্ডোর (Cristiano Ronaldo)। পরিসংখ্যান বলছে, ৫৩৭ মিনিট পর গোলের স্বাদ পেলেন পতুর্গিজ মহাতারকা! এর আগে এতটা দীর্ঘ গোল-খরা রোনাল্ডোর কেরিয়ারে এসেছিল একবারই, ২০১০ সালে। ম্যাচের ৫১ মিনিটে সি সেভেনের করা গোলের পুরনো রোনাল্ডোর ঝলক। বক্সের বাইরে বল ধরে কিছুটা দৌড়েই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এরপর রোনাল্ডোর শরীরী ভাষাই বলে দিচ্ছিল, তিনি কতটা চাপমুক্ত হলেন।
আরও পড়ুন-পিএসজির জয়ের নায়ক সেই এমবাপে
রোনাল্ডোর গোলের আগে পর্যন্ত পাল্লা দিয়ে লড়াই করছিল ব্রাইটন। কিন্তু রোনাল্ডোর গোল এবং তার মিনিট চারেকের মধ্যেই ডিফেন্ডার লুইস ডাঙ্ক লাল কার্ড দেখলে, ব্রাইটনের যাবতীয় লড়াই শেষ। ম্যাচের ইঞ্জুরি টাইমে (৯৭ মিনিট) ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের পরে রোনাল্ডো মিডিয়ার মুখোমুখি না হলেও, ট্যুইট করে সমালোচকদের একহাত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘ছন্দে ফিরলাম। ছন্দে ফেরার রাস্তা একটাই। হাল না ছেড়ে দিয়ে কঠোর পরিশ্রম, দলীয় প্রচেষ্টা এবং দ্বায়বদ্ধতা। বাকি সব নিছকই ফাঁকা আওয়াজ।’’
আরও পড়ুন-ঝাড়গ্রাম পুরভোটের প্রস্তুতি কমিটি গড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়