রোনাল্ডো আনফিট, ইঙ্গিত কোচের

ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ? তুঙ্গে জল্পনা

Must read

ম্যাঞ্চেস্টার : রায়ো ভায়েকানোর সঙ্গে রবিবার ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষবারের মতো বেরিয়ে যাওয়া কি না তা নিয়ে জল্পনা চলছে। মাঠ ছেড়ে বেরোনোর আগে তিনি অনুমতি নিয়েছিলেন কি না সেই প্রশ্ন উঠছে। ম্যাচ যে ১-১ গোলে শেষ হয়েছে, তা দেখে যাননি সিআর সেভেন।

রোনাল্ডো (Cristiano Ronaldo) দলের সঙ্গে অস্ট্রেলিয়া ও নরওয়েতে প্রি-সিজন খেলতে যাননি। প্র্যাকটিসেও আসেননি পারিবারিক কারণ দেখিয়ে। এতে সমর্থকরা তাঁর উপর বেশ চটেছিলেন। এক ম্যান ইউ সমর্থক সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন, ‘দ্য কিং ইজ গন’। আরেকজন লিখেছেন, সম্ভবত এই শেষবার ওল্ড ট্র্যাফোর্ডে দেখা গেল! অন্য এক ফ্যান বলেছেন, রোনাল্ডো জোর করে অন্য ক্লাবের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু এরপরও তাঁকে মডেল প্রফেশনাল বলা হবে!
৩৭ বছরের রোনাল্ডোর এটাই প্রথম প্রি-সিজন ম্যাচ। কিন্তু তিনি ৪৫ মিনিটের বেশি খেলার সুযোগ পাননি। তাঁর পরিবর্ত হিসাবে নেমে দুই মিনিটের মধ্যে গোল পেয়ে যান আমাদ দিয়ালো। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ হারের পর ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ জানিয়েছিলেন, রায়ো ভায়োকানোর বিরুদ্ধে রোনাল্ডো খেলবেন। রোনাল্ডো নিজেও লিখেছিলেন, রবিবার রাজা খেলবে। কিন্তু যতক্ষণ তিনি মাঠে ছিলেন, তাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

 আরও পড়ুন: সামান্য ঝাড়ুদার থেকে এসবিআইয়ের জেনারেল ম্যানেজার পদে প্রতীক্ষা

ম্যান ইউ এবার চ্যাম্পিয়ন্স লিগে নেই। সম্ভবত সেই কারণেই তিনি নতুন ক্লাবের সন্ধানে রয়েছেন। তবে ম্যান ইউ তাঁকে ছাড়তে রাজি নয়। টেন হ্যাগ নতুন মরশুমের পরিকল্পনায় রোনাল্ডোকে রেখেছিলেন। তবে হ্যাগ জানিয়েছেন, দলের বাকিদের থেকে রোনাল্ডো ফিটনেসের প্রশ্নে অনেক পিছিয়ে আছেন। তাঁর কথায়, ‘‘দলের বাকিদের ফিটনেস লেভেলের কাছে ও একটু পিছিয়ে আছে। সেটা রোনাল্ডো কয়েকটা সপ্তাহ মিস করেছে বলে। ওর এখন ম্যাচ দরকার। সেইসঙ্গে ট্রেনিংও।”

Latest article