দোহা: প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ক্রোয়েশিয়া (Croatia vs Canada)। রবিবার লুকা মদ্রিচরা ৪-১ গোলে উড়িয়ে দিলেন কানাডাকে। ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া গ্রুপ ‘এফ’-র এক নম্বরে উঠে এল।
অথচ এদিন ম্যাচটা শুরু হয়েছিল চূড়ান্ত নাটকীয়ভাবে। খেলা শুরু হওয়ার ৬৮ সেকেন্ডের মধ্যে গোল করে কানাডাকে (Croatia vs Canada) এগিয়ে দিয়েছিলেন আলফানসো ডেভিস। যা চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের নজির। শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত নিজেদের সামলে নেন মদ্রিচরা। তবে একের পর এক আক্রমণ শানিয়েও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৩৬ মিনিটে ক্রামারিকের গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। বিরতির আগেই মার্কো লিভায়া গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কানাডা। ৭০ মিনিটে ফের গোল করে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ক্রামারিক। ৯৪ মিনিটে চতুর্থ গোলটি করেন লোভরো মায়েরে। এই জয় শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়াকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। এদিকে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল কানাডা।
আরও পড়ুন-ড্র করেও ভেসে রইল জার্মানি