করোনা বিধি উড়িয়ে বিপুল ভিড় পুরীতে

Must read

প্রতিবেদন : প্রশাসনের তরফে করোনাজনিত বিধি-নিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বারেবারে। কিন্তু শনিবার উল্টোরথ উপলক্ষে পুরীর (Puri Rath Yatra- Covid) জনসমুদ্রে সেই বিধি মেনে চলতে বিশেষ কাউকেই দেখা যায়নি। শুধু ভক্ত নয়, প্রশাসনিক কাজে নিযুক্ত হাজার চারেক পুলিশ, মন্দিরের সেবায়েত ও পুরোহিত প্রায় কারও মুখেই মাস্ক ছিল না। পাশাপাশি পুরীর মন্দির ও সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানদাররাও মাস্ক ছাড়াই নির্ভয়েই বেচাকেনা করেছেন। দেশে সংক্রমণ ফের বাড়ছে। তারপরেও এই অসচেতনতায় উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: জুবেরকে আইনি ফাঁসে জড়াতে মরিয়া বিজেপি

করোনাজনিত কারণে দু’বছর রথযাত্রা বন্ধ ছিল। এবার রথযাত্রা উপলক্ষে যেভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে তাতে যথেষ্ট খুশি পুরীর ব্যবসায়ী মহল। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, অটোরিকশা চালক, পুরী (Puri Rath Yatra- Covid) স্পেশাল খাজা ও অন্যান্য জিনিসপত্রের দোকানদাররাও ছিলেন দৃশ্যতই খুশি। রথ দেখার সঙ্গে সঙ্গে চলেছে দেদার কেনাকাটা। প্রায় প্রতিটি হোটেলেই সমস্ত ঘর বুক হয়ে গিয়েছিল। কয়েকজন হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, করোনাজনিত সমস্যা কাটতেই যে এতটা ভিড় হবে সেটা তাঁরা নিজেরাও আশা করেননি। প্রতিটি দোকান, খাবার হোটেলে ছিল উপচে পড়া ভিড়। পুরীর বিখ্যাত খাজার দোকানগুলির সামনে ছিল দীর্ঘ লাইন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ঘেরাও রাষ্ট্রপতি ভবন, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

অন্যান্য বছর রথ উপলক্ষে জগন্নাথ দর্শন বন্ধ হয় রাত ১০টায়। কিন্তু করানোজনিত কারণে এবার তা বিকেলেই বন্ধ হয়ে যায়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, রবিবার জগন্নাথের স্বর্ণবেশ নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে।

Latest article