বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

Must read

প্রতিবেদন : গোটা দেশে নতুন করে দাপট বাড়ছে করোনার (Covid)। করোনার নতুন প্রজাতির সংক্রমণও বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ কেসের পাশাপাশি করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। যা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: করোনা বিধি উড়িয়ে বিপুল ভিড় পুরীতে

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা (Covid) আক্রান্ত হয়েছেন ১৮৮৪০ জন। যা শুক্রবারের তুলনায় বেশি। সংক্রমণের হার বাড়ার পাশাপাশি বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.২৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে ৪৩ জনের প্রাণ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬১০৪ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। এই মুহূর্তে কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্নাটকের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে চলে না যায় তার জন্য এবার ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য টিকায় অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি। ওই বিশেষজ্ঞ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের শরীরে বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন প্রয়োগ করা যাবে। শিশুদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে ১৬ জুন বৈঠকে বসেছিল স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব কমিটি। ওই বৈঠকে ছোটদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়। সেই সমস্ত রিপোর্ট দেখে তা সন্তোষজনক মনে হওয়ার পরেই ৫-১২ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র মিলল।

Latest article