ম্যাঞ্চেস্টার, ৩ সেপ্টেম্বরঃ জল্পনার অবসান। অবশেষে সি আর সেভেনকেই পাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে সাত নম্বর জার্সিই পড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এডিনসন কাভানি পড়বেন ২১ নম্বর জার্সি। টুইট করে জানিয়ে দিল ম্যান ইউ। রোনাল্ডোকে সই করানোর আগেই কাভানিকে সাত নম্বর জার্সি দিয়েছিল ম্যাঞ্চেস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে একটা নির্দিষ্ট জার্সি নম্বরে নথিভুক্ত করলে সেটা পরেই বাকি মরশুম খেলতে হবে।
আরও পড়ুন : ৯৫তম জন্মবার্ষিকীতেও তিনি অতিউত্তম
কিন্তু এক্ষেত্রে কীভাবে সম্ভব হল? জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে কৌশল খাটিয়েছে, সেটি হচ্ছে দলের ২১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ড্যানিয়েল জেমসকে তারা ছেড়ে দিয়েছে। উরুগুয়ের জাতীয় দলে কাভানি ২১ নম্বর জার্সি পরে খেলেন। তাই ইউনাইটেডে তাঁর এই নম্বরের জার্সি পরতে আপত্তি নেই। ফলে কাভানিকে ২১ দিয়ে রোনাল্ডোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁর প্রিয় জার্সি নম্বর ৭।
আরও পড়ুন : বাংলাই পথ দেখায়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল, এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!
ওল্ড ট্র্যাফোর্ডে খেলেই মহাতারকা হয়ে ওঠা সিআর সেভেনের। নিজের দেশের ক্লাব স্পোর্টিং সিপি-তে কেরিয়ার শুরুর এক বছরের মাথায় ২০০৩ সালে রোনাল্ডো যোগ দেন অ্যালেক্স ফার্গুসনের প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি পেয়ে যান ডেভিড বেকহ্যামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটি। এরপর রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস–দুই ক্লাবেই পছন্দের ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন। এক যুগ পরে ফিরেছেন নিজের পুরনো ক্লাবে। আবারও ওল্ড ট্র্যাফোর্ডে নামছেন ‘সিআর ৭’।