চেন্নাই, ২ নভেম্বর : আগামী আইপিএলের আসরে মহেন্দ্র সিং ধোনিকে কি আদৌ চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? জল্পনা উসকে দিয়ে সিএসকে কর্তা এন শ্রীনিবাসন জানিয়ে দিলেন, ধোনি নিজেই চাইছেন না যে, তাঁকে ধরে রাখা হোক! এবারের আইপিএল চলাকালীন ধোনি জানিয়েছিলেন, চেন্নাইয়ের মাঠে খেলেই তিনি অবসর নিতে চান। সেই সময় সবাই ধরে নিয়েছিল, আরও একটি আইপিএল মরশুম সিএসকের জার্সিতে খেলেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু এর কয়েক দিন পর ধোনি নিজেই জানান, সিএসকে দলে তিনি থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নন। কারণ নতুন দু’টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় রিটেনশন পদ্ধতি নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন : বিশ্বকাপে ব্যর্থ হলে একদিনের নেতৃত্ব হাতছাড়া হবে বিরাটের
এই প্রসঙ্গে শ্রীনিবাসন বলেন, ‘‘ধোনি অত্যন্ত সৎ এবং ভাল মনের মানুষ। আমরা ওকে রেখে দিই, সেটা ও নিজেই চাইছে না। কারণ ও জানে, ওকে ছেড়ে দিলে সিএসকের হাতে নিলামে বেশ কিছু বাড়তি অর্থ থাকবে। ও তাই চায় না, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি ওর জন্য খরচ করুক।’’
এবারের নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি আইপিএল দল সর্বোচ্চ চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তবে যদি চারজন ক্রিকেটারকে রিটেন করা হয়, তাহলে তাঁদের পিছনে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। তবে যদি তিনজনকে ধরে রাখা হয়, সেক্ষেত্রে খরচের অঙ্ক কমে হবে ১৫ কোটি। এক বা দু’জনকে রিটেন করলে, খরচ হবে ১৪ কোটি। অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটার রিটেন করবে, তাদের হাতে নিলামে খরচ করার জন্য বেশি অর্থ থাকবে।
যদিও সিএসকে কতৃর্পক্ষ যে ধোনিকে ধরে রাখতে মরিয়া, সেটা শ্রীনিবাসনের মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘ধোনিকে ছাড়া সিএসকে কল্পনাও করা যায় না। কারণ ধোনি সিএসকের অবিচ্ছেদ্য অংশ।’’