গ্রাহকেরা তেল তুলছেন না, ডিলাররা চাপে, কেন্দ্রের কোপ কেরোসিনে

ঝড়ে তার ছিঁড়ে বিদ্যুৎবিভ্রাট হলে গ্রামবাংলার ঘরে ঘরে কেরোসিনই ভরসা। রান্নার কাজেও কেরোসিন স্টোভ ব্যবহার করেন অনেকেই

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের পাশাপাশি কেরোসিন তেলের দাম বৃদ্ধির কারণেও এবার বিপাকে পড়েছেন রাজ্যের কেরোসিন গ্রাহকদের পাশাপাশি এর ডিলাররাও। কেন্দ্রের সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত সংস্থার তেলের দাম বাড়ায় রেশন থেকে কেরোসিন তুলতে রীতিমতো দুর্ভোগে পড়েছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ। রাজ্যের উদ্যোগে রেশনের চাল-গম বিনামূল্যে পেলেও এক লিটার কেরোসিন কিনতে তাঁদের গুনতে হচ্ছে ৮৫ টাকা। ঊর্ধ্বমুখী দামের কারণে প্রয়োজন থাকলেও রেশনের কেরোসিন তুলতে চাইছেন না তাঁরা।

আরও পড়ুন-আদিবাসী চড়কগাছের পুজোয় মেলা মহিষডালে

ফলে দেখা দিয়েছে উভয়সংকট। বিপাকে পড়েছেন কেরোসিন ডিলাররাও। তাঁদের অভিযোগ, গ্রাহকেরা তুলতে না চাইলেও ডিলারদের বাধ্য করা হচ্ছে কেরোসিন তুলতে। কয়েক মাস ধরে দাম বাড়ার কারণে তাঁদের কাছে কেরোসিন মজুত থেকে যাচ্ছে। কেরোসিন তেলের নিয়মিত গ্রাহক হাসান শেখ জানান, এখন ঝড়-বৃষ্টির সময় চলছে। ঝড়ে তার ছিঁড়ে বিদ্যুৎবিভ্রাট হলে গ্রামবাংলার ঘরে ঘরে কেরোসিনই ভরসা। রান্নার কাজেও কেরোসিন স্টোভ ব্যবহার করেন অনেকেই।

আরও পড়ুন-মায়ের দেহ নিয়ে ৩ দিন কাটাল ছেলে

কৃষিজমিতে জলসেচের জন্য মেশিন চালাতেও লাগে কেরোসিন। কিন্তু দাম বেড়ে যাওয়ায় চাপ পড়েছে কৃষিকাজেও। ডোমকল মহকুমা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কেরোসিনের মূল্যবৃদ্ধিতে ৮০ শতাংশ গ্রাহক এখন কেরোসিন তুলতে পারছেন না। বিষয়টি নিয়ে আমরা চিন্তায় আছি। মহকুমা খাদ্য আধিকারিক মুসির আহমেদ বলেন, মূল্যবৃদ্ধির জন্য গ্রাহকদের অসুবিধা হচ্ছে। কেরোসিন তেল অবিক্রিত থেকে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Latest article