জেলাশাসকের কড়া নির্দেশ ডেঙ্গু রুখতে

বনগাঁ মহকুমা শাসকের দফতরে ওই বৈঠকে ডেঙ্গু-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। যশোর রোডের পাশে থাকা বিপজ্জনক শিরিষ গাছের ডাল চিহ্নিত করে কাটার নির্দেশ দেন জেলাশাসক

Must read

সংবাদদাতা, বনগাঁ : ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপের পাশাপাশি যশোর রোডের উপর বিপজ্জনক গাছের ডাল ছাঁটা ও মৃত গাছ চিহ্নিত করার নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। বারাকপুর, বসিরহাটের পর বুধবার বনগাঁয় জেলা ও মহকুমার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। বনগাঁ মহকুমা শাসকের দফতরে ওই বৈঠকে ডেঙ্গু-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। যশোর রোডের পাশে থাকা বিপজ্জনক শিরিষ গাছের ডাল চিহ্নিত করে কাটার নির্দেশ দেন জেলাশাসক।

আরও পড়ুন-গ্রাহকেরা তেল তুলছেন না, ডিলাররা চাপে, কেন্দ্রের কোপ কেরোসিনে

সম্প্রতি জাতীয় সঢ়কের উপরে থাকা গাছের ডাল ভেঙে একাধিক মানুষের মৃত্যু হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বিক্ষোভ, রাস্তা অবরোধ হয় একাধিকবার। সেই কারণে মৃত গাছ চিহ্নিত করে গাছের ডাল ছাঁটার অনুমতি দিলেন জেলাশাসক। তাঁর এই নির্দেশে এলাকার মানুষ খুশি। এ বিষয়ে জেলাশাসক বলেন, বনগাঁ মহকুমার তিন ব্লকের বিডিও ও পুরপ্রধান বৈঠকে উপস্থিত ছিলেন। পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন। আমি ওঁদের নির্দেশ দিয়েছি অতি দ্রুত যশোর রোডের উপরে থাকা বিপজ্জনক গাছগুলিকে ট্রিমিং করার জন্য।

Latest article