রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিলেন সি ভি আনন্দ বোস

যদিও রাজভবন থেকে বেরিয়ে কুণাল ঘোষ স্পষ্ট করেই বলেছিলেন, রাজ্যপালে কোনও পদক্ষেপে আপত্তি থাকলে, তিনি সমালোচনা করবেন।

Must read

আজ অষ্টমী (Astami)। আর সেই পুণ্যলগ্নে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পুজোয় পৌঁছে গেলেন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। এই পুজো কমিটির চেয়ারম্যান তিনি।

আরও পড়ুন-প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যার ববি চার্লটন

আজ অষ্টমীর সকালে ১০টা নাগাদ সেখানে পৌঁছান রাজ্যপাল। বাংলার রাজ্যপালকে স্বাগত জানাতে এদিন মণ্ডপে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। মণ্ডপের ভিতরের সাজসজ্জা ঘুরে দেখেন সি ভি আনন্দ বোস। পুজোর থিম ও ভাবনার কথা রাজ্যপালকে বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, এদিন রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিলেন সি ভি আনন্দ বোস। অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর মণ্ডপে থাকা তিন পুরোহিতের হাতে উপহার তুলে দেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পুজো কমিটির তরফ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পুজো কমিটির তরফে স্মারক তুলে দেন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী।

আরও পড়ুন-ফুচকার মণ্ডপ থেকে উধাও ফুচকা, ঘুম উড়ল উদ্যোক্তাদের

প্রসঙ্গত, কিছুদিন আগেই কুণাল ঘোষ রাজভবনে সৌজন্য বিনিময়ে গিয়েছিলেন। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বোসের হাতে জাগো বাংলার শারদ সংখ্যা তুলে দিয়েছিলেন তিনি। যদিও রাজভবন থেকে বেরিয়ে কুণাল ঘোষ স্পষ্ট করেই বলেছিলেন, রাজ্যপালে কোনও পদক্ষেপে আপত্তি থাকলে, তিনি সমালোচনা করবেন।

Latest article