প্রতিবেদন : ঘূর্ণিঝড় গুলাব ক্রমশ শক্তি হারিয়ে ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে এই নিম্নচাপ গুজরাত ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পূর্ব আরব সাগরের দিকে, এমনটাই জানিয়েছে দেশের মৌসম ভবন। বৃহস্পতিবার আরব সাগর থেকে নতুন করে শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে উঠতে পারে গুলাব। এবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গুলাব এগিয়ে যাবে পাকিস্তানের দিকে। গুলাবের প্রভাবে বুধবারও অন্ধপ্রদেশ, ওড়িশা, কর্নাটক, তেলেঙ্গানায় বৃষ্টিপাত হয়েছে। অন্ধ্র, ওড়িশায় বেশ কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বইছে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিন গুজরাত, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন: সোনিয়াকে চিঠি আজাদের, ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল
বুধবার মৌসম ভবন আরও জানিয়েছে, গুলাবের পুনর্জন্ম হয়েছে। এই ঘূর্ণিঝড় এবার শাহিন নাম নিয়ে ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাতে তাণ্ডব চালাবে। এই রাজ্যগুলিতে বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হবে প্রবল বৃষ্টি। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। একটি ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে আবার শক্তি সঞ্চয় করা এক বিরল ঘটনা বলে মৌসম ভবন জানিয়েছে। ১ অক্টোবর পর্যন্ত শাহিনের প্রভাব থাকবে৷