হিংসা তদন্ত : আইনজীবী কপিল সিব্বলের প্রশ্নে বেকায়দায় কেন্দ্র

Must read

প্রতিবেদন : বাংলায় ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় কোণঠাসা কেন্দ্র। মঙ্গলবার, নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। মামলায় শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল। এর প্রেক্ষিতেই এদিন বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতে তথ্য দিয়ে কপিল সিব্বল জানান, কমিশনে রিপোর্টে প্রচুর ভুয়ো অভিযোগ দায়ের হয়েছে। যাঁর খুনের অভিযোগ দায়ের হয়েছে বাস্তবে তিনি জীবিত। যে সময়ের হিংসার ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় বাংলায়

আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ঘটনার দায় রাজ্য প্রশাসনের উপর বর্তায় কীভাবে? পাশাপাশি, মানবাধিকার কমিশনের যে রিপোর্টকে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তার কোনও কপি রাজ্যকে দেওয়ায় হয়নি। ফলে তদন্তে সমস্যা তৈরি হয়। সিব্বল বলেন, ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অথচ ধর্ষিতাদের পরিচয় না জানায় তদন্ত করা সম্ভব হচ্ছে না।

কমিশনের তিন সদস্যের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আইনজীবী কপিল সিব্বল। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। মানবাধিকার কমিশনের রিপোর্টকে সঠিক প্রমাণের দায় এখন কেন্দ্রের।

আরও পড়ুন: সোনিয়াকে চিঠি আজাদের, ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল

Latest article