প্রতিবেদন : জাতপাত আর বিভেদের রাজনীতিই বিজেপির (BJP) হাতিয়ার। বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও একই চিত্র। ভোটের আগে নেতারা ঝুটো দলিতপ্রেম দেখান, কিন্তু দলিতদের প্রতি গেরুয়া দলের অবজ্ঞাসূচক দৃষ্টিভঙ্গিই বাস্তব ঘটনা। বিজেপি-শাসিত রাজ্য কর্নাটকে এমনই একটি কুৎসিত ভেদাভেদের ঘটনা সামনে আসার পরেও নির্বিকার প্রশাসন। জানা গিয়েছে, কর্ণাটকের চামরাজানগর জেলার হেগগোতারা গ্রামে এক দলিত মহিলা তৃষ্ণা মেটাতে জল পান করায় গোটা ট্যাঙ্কটিকে গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হয়েছে। শুধুমাত্র দলিত জাতিভুক্ত হওয়ার কারণেই এমন অপমান।
আরও পড়ুন-বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১২
ঘটনার সূত্রপাত ১৮ নভেম্বর। হেগগোতারা গ্রামে তথাকথিত উচ্চবর্ণের লোকেরা জলের ট্যাঙ্ক শুদ্ধীকরণে এভাবেই এক দলিত মহিলাকে চরম অপমান করেছে। জানা গিয়েছে, এক বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী তফসিলি বর্ণের এক মহিলা একটি ট্যাঙ্ক থেকে জল পান করেছিলেন।
এটা জানাজানি হওয়ার পর, এলাকার উচ্চবর্ণের লোকজন ট্যাঙ্ক থেকে সমস্ত জল বের করে দেয় এবং গোমূত্র দিয়ে পরিষ্কার করে। তাদের বক্তব্য, এর ফলে ওই ট্যাঙ্কের জল ফের পবিত্র হল।
আরও পড়ুন-প্ল্যাটফর্মে মালগাড়ি, মৃত ৩
স্থানীয় বিচার বিভাগীয় আধিকারিক বলেছেন, জলের ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়েছিল, তবে এটি গোমূত্র দিয়ে করা হয়েছিল কিনা তা আমি জানি না। জেলা কালেক্টরের কাছে বিষয়টির পুরো রিপোর্ট চাওয়া হয়েছে। সমালোচনার মুখে সরকারি তরফে মাইকে ঘোষণা করা হয়েছে, এভাবে জাতের ধুয়ো তুলে এরকম ঘটনার যদি খবর মেলে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।