সংবাদদাতা, রামনগর : বঙ্গোপসাগরে আবহাওয়ার অবনতির জেরে নিম্নচাপ আর কোটালের জোড়া ফলার দাপটে পূর্ব মেদিনীপুরের উপকূলভাগে গত কয়েক দিন ধরে ব্যাপক জলোচ্ছ্বাস। ফলে সমুদ্রবাঁধ উপচে উপকূলের বেশ কিছু গ্রামে জল ঢুকেছে। জলোচ্ছ্বাসের প্রবল ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মীয়মাণ মেরিন ড্রাইভের। রামনগরের বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি শনিবার সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বই ফেরি, সঙ্গে একুশের প্রচার
রামনগর এলাকার তাজপুর, জলধা, জামড়া, চাঁদপুর, শংকরপুর মন্দারমণি থেকে শুরু করে অনেক এলাকায় জল কিছুটা গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছিল। সেই সব স্থান পরিদর্শন করেন মন্ত্রী। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্রকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট উপকূলবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও দিঘা থেকে শৌলা পর্যন্ত ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভের বহু অংশ ক্ষতি হয়েছে। বিশেষত চাঁদপুর ও তাজপুর এলাকায় ক্ষতির পরিমাণ বেশি। গতবছর যশ ঝড়ে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা মণিমালিকা কণিকা
লন্ডভন্ড হয়ে গেছিল সমুদ্রবাঁধ। এবার রাস্তার অনেক অংশ বসে গিয়েছে। ইতিমধ্যেই জেলাশাসক পূর্ণেন্দু মাজি দিঘা থেকে মন্দারমণি এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। আবার দিঘার বেশ কয়েকটি হোটেলে জলোচ্ছ্বাসের জেরে জল ঢুকেছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে শুক্রবার সংশ্লিষ্ট সব বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন জেলাশাসক। সব মিলিয়ে উপকূলের ক্ষয়ক্ষতি নিয়ে রীতিমতো তৎপর প্রশাসন।