প্রতিবেদন : জলবিদ্যুৎ উৎপাদন, সেচের কাজ-সহ বিভিন্ন প্রয়োজনে গোটা দেশে একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে কি নিয়মিত সুরক্ষা অডিট করা হয়? ইতিমধ্যেই যে সমস্ত বাঁধের সুরক্ষা অডিটের কাজ হয়ে গিয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হোক।
আরও পড়ুন-শোকপ্রকাশে বাধা, সরব তৃণমূল
দেশের গুরুত্বপূর্ণ বাঁধগুলির সংস্কারের বিষয়ে সরকার কী পদক্ষেপ করেছে? কেরলের মুল্লাপেরিয়ার বাঁধের সংস্কারের জন্য কেরল সরকারের কাছ থেকে কেন্দ্র কি কোনও প্রস্তাব পেয়েছে? কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে এই সম্পর্কে একগুচ্ছ প্রশ্নের জবাব চান তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন-ছাড় দিল সেফটি কমিশনার টালা ব্রিজ
তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু বলেন, দেশের প্রতিটি বাঁধেরই নিয়মিত সুরক্ষা অডিট করা হয়। প্রতিটি বাঁধ যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের সরকারই বাঁধগুলির সুরক্ষা ব্যবস্থা দেখভাল করে। সব রাজ্যই নিয়মিত বর্ষার আগে এবং পরে বাঁধগুলি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে। বাঁধগুলির সুরক্ষায় যাতে কোনওরকম ত্রুটি না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বেশ কয়েকটি রাজ্য পৃথকভাবে ড্যাম রিভিউ প্যানেল গঠন করেছে। বাঁধগুলির সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার লক্ষ্যে নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করা দরকার।