দার্জিলিঙে দশমাইলে ধস

Must read

সংবাদাদতা, শিলিগুড়ি: মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কে ফের নামল ধস। আলিপুরদুয়ার, মালদহ কালিম্পংয়েও চলছে একটানা বৃষ্টি। কখনওভারী এবং মাঝারি বৃষ্টি লেগে রয়েছে। গরুবাথানেও মেঘভাঙা বৃষ্টিতে অবস্থা খারাপ। নদীর জল ক্রমশ বাড়ছে। এলাকায় জল ঢুকে পড়ছে। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তবে প্রশানের তৎপরতায় দুর্গতদের সরিয়ে আনা হচ্ছে নিরাপদ আশ্রয়ে। ধস কবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন : বিএসএফের নয়া নীতি, পথে মহিলা তৃণমূল

রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। ১০ নম্বর জাতীয় সড়কে কালিঝোরা থেকে রংপোর মাঝে বহু জায়গায় ছোট বড় ধস নেমেছে। এর জেরে পাহাড়ে ব্যাহত যান চলাচল। রংলি রংলিয়ট হয়ে তাকদা-তিনচুলে যাওয়ার রাস্তায় ধস নেমে আটকে পড়ছেন বহু পর্যটক। রিশপে ছয় মাইলের কাছে পর্যটকদের একটি জিপ আটকে পড়েছে। অন্যরাস্তা দিয়ে জিপটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন। বড় বিপদ এড়াতে আপাতত সান্দাকফু ট্রেকিং বন্ধ করেছে দার্জিলং জেলা প্রশাসন। দার্জিলংয়ের জেলাশাসক এস পন্নমবলম জানিয়েছেন, পাহাড়জুড়ে বিক্ষিপ্ত ধস নামার খবর মিলেছে। কয়েকটি জায়গায় ভেঙে পড়েছে বাড়ি। বিপর্যপ্ত এলাকাগুলিতে কাজ করছে প্রশাসন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Latest article