বিএসএফের নয়া নীতি, পথে মহিলা তৃণমূল

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: রাজ্য সরকারের মত না নিয়ে সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ারবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত পাচ্ছে তারা। জানা গিয়েছে, বিএসএফ অ্যাক্ট ১৯৬৮-র ১৩৯ ধারা অনুযায়ী সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়াতে পারে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : বিজেপি তাদের মিথ্যাচারের জবাব পাবে ভোটে: উদয়ন

যার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে বালুরঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার থাকায় এখানে যথেষ্ট সুশাসন রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সিকে দিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার সাধারণ মানুষের উপর দমন চালাতে এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রদীপ্তা এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘নির্বাচনে জিততে না পেরে এরকম নীচু মানসিকতা দেখিয়ে পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চায়।’

Latest article