বিজেপি তাদের মিথ্যাচারের জবাব পাবে ভোটে: উদয়ন

Must read

সংবাদদাতা, কোচবিহার: দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে ঝড় উঠেছে। দলের প্রার্থী উদয়ন গুহের হয়ে একঝাঁক হেভিওয়েট নেতা পরপর জনসভা করায় অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে। মন্ত্রী ফিরহাদ হাকিম দু দিনের সফরে দিনহাটায় পাঁচটি জনসভা করেছেন। ২৫ অক্টোবর আসার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরই মাঝে প্রার্থী উদয়নের সমর্থনে ২১ ও ২৭ শে অক্টোবর নির্বাচনী প্রচারে দিনহাটায় সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দুই তারকা সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহ নিজেও প্রচারে ছুটছেন আলাদাভাবে৷ ৩০ অক্টোবর নির্বাচন। এর আগে শাসকদলের পর পর হেভিওয়েট জনসভা যা অনেকটাই বাড়তি অক্সিজেন জোগাচ্ছে জোড়াফুল শিবিরকে।

আরও পড়ুন : ডিএসপি বেসরকারিকরণের প্রতিবাদে কর্মীরা

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেন, রাজ্য নেতৃত্ব এলে আরও বেশি উজ্জীবিত হবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, দিনহাটার বিজেপি প্রার্থী ভোটে জেতার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। নানাভাবে প্ররোচনা দিচ্ছেন মানুষকে। এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। বললেন, ‘মানুষ উন্নয়নের সরকারের সঙ্গে আছেন। ঠিক ভুল তাঁরা বোঝেন। প্ররোচনা দিলে তার যোগ্য জবাব জনগণ দেবেন।’ যদিও বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের দাবি, বিজেপি রাজ্য নেতৃত্ব প্রচারে আসবেন৷ জানা গিয়েছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আসার কথা বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে৷ তবে কবে, কোথায় সভা তা এখনও জানা যায়নি।

Latest article