ডিএসপি বেসরকারিকরণের প্রতিবাদে কর্মীরা

Must read

সংবাদদাতা, দুর্গাপুর: শাসনে আসার পর থেকেই একের পর এক সংস্থার বেসরকারিকরণের সংকল্প নিয়েছে মোদি সরকার। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধি, বিভিন্ন সরকারি সংস্থার ঘণ ঘণ বেসরকারিকরণের সিদ্ধান্তে জেরবার দেশবাসী। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ছেন কর্মীরা। এবার মোদি সরকারের নজর দুর্গাপুর ইষ্পাত কারখানার দিকে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ডিএস পি অর্থাৎ দুর্গাপুর ইষ্পাত কারখানা বেসরকারি সংস্থার হাতে দিতে চাইছেন মোদি। এই নিয়ে একপ্রস্থ আলোচনার খবরও এসেছে। এরপর থেকেই নিজিদের অস্তিত্ব সঙ্কটে ভুগছেন কর্মীরা। হয়েছে বহু প্রতিবাদও। এবার সেই প্রতিবাদের আগুন আরও জোড়াল হল। মঙ্গলবার এমনই দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল ফটকে প্রতিবাদে সামিল হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

আরও পড়ুন : সদ্যোজাত ও মায়ের প্রতি মানবিক কলকাতা পুলিশ,

সংগঠনের পক্ষ থেকে জয়ন্ত রক্ষিত অভিযোগ তোলেন, ‘দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক বেতন চুক্তি সহ বেশ কিছু বিষয়ে অকারণে টালবাহানা করে চলেছে। ফলে শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।’ বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে, সেইল অধীনস্থ পশ্চিমবঙ্গের সবকটি ইস্পাত কারখানাকেই বেসরকারি মালিকদের হাতে তুলে দেবার চক্রান্ত করেছে মোদি সরকার। জয়ন্ত বাবুর হুঁশিয়ারি, সরকার যদি এ রাজ্যের কোন রাষ্ট্রায়ত্ব শিল্প বন্ধ অথবা বেসরকারিকরণের পথে হাঁটতে চায়, তার সুদূর প্রসারী কুফল ভুগতে হবে কেন্দ্রকে। তিনি অবিলম্বে বেতন কাঠামোর পূনর্বিন্যাস সহ শিল্প কারখানায় স্থিতাবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Latest article