আধার–ভোটার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল

Must read

প্রতিবেদন : আধারের সঙ্গে ভোটার কার্ড (Aadhaar Card- Voter ID) সংযুক্তিকরণের সময়সীমার মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আধার ও ভোটার কার্ড (Aadhaar Card- Voter ID) সংযুক্তিকরণের সময়সীমা চূড়ান্ত ছিল। সরকারের ঘোষণায় এখন এই সুযোগ মিলবে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত। নির্বাচন কমিশনের অনুমান, ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজে এই সংযোগে বাড়তি সুবিধা হবে।
পাশাপাশি, কোনও মামলা মোকদ্দমা, সম্পত্তি বিবাদ ইত্যাদিতে নাম-পরিচয় নিয়ে জটিলতা দূর করতে নাগরিকদের সহায়তা করবে এই সংযোগ। জানা গিয়েছে, নাগরিকেরা নিজেরাই এই সংযোগের কাজটি ঘরে বসেও করতে পারবেন। এছাড়া, এলাকার বুথে নির্বাচন কমিশনের শিবিরেও সংযুক্তিকরণের কাজ করা যাবে। তবে এই সংযোগ বাধ্যতামূলক নয় বলে কমিশন জানিয়েছে। সংযোগ না করালে আধার কার্ড বা ভোটার কার্ড কোনওটাই অচল হবে না। ভোটদানেও কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: আফগানিস্তান ও পাকিস্তানে ভূকম্পে মৃত্যু বেড়ে ১৫

Latest article