বিএসএফের গুলিতে মৃত্যু

পরিবারের পাশে তৃণমূল, ফুঁসছে গিতালদহ গ্রাম

Must read

প্রতিবেদন : বিএসএফের গুলিতে গিতালদহে (Gitaldaha- TMC) মৃত গ্রামবাসীর পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। রবিবার নিহত যুবক প্রেম বর্মনের বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস (Gitaldaha- TMC) নেতৃত্ব। মন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই বিএসএফ জওয়ানদের এ রাজ্যে নিয়োগ করা হয়। নিরীহ গ্রামবাসীদের অত্যাচার করার জন্যই তাদের মানসিক গঠনও তৈরি হয়। তা না হলে বারবার সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমন ঘটনা ঘটত না। দিনহাটা, সিতাই যেহেতু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই এই এলাকায় বিএসএফের অত্যাচার আরও বেশি। এই হিংসা আর সহ্য করবে না মানুষ। অসহায় হওয়া পরিবারগুলি এর জবাব দেবে। তিনি বলেন, রাজ্য সরকার সবসময় নিহত পরিবারের পাশে আছে। মন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার দিনহাটা মহকুমার সীমান্তবর্তী এলাকা গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভারবান্দা গ্রামের যুবক প্রেম বর্মনের। ঘটনায় মৃতর কাকা শিনিল বর্মন বিএসএফের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন-কুকথার প্রতিযোগিতায় রাম-বাম এখন ভাই-ভাই

Latest article