মাথার তার কেটেছে গদ্দারের : দেবাংশু

‘‘গদ্দার অধিকারীর একটাই কাজ, দিনরাত ‘মুখ্যমন্ত্রী ও অভিষেক’। আসলে ওঁর মাথায় সব তার কেটে গিয়েছে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : ‍‘‘গদ্দার অধিকারীর একটাই কাজ, দিনরাত ‘মুখ্যমন্ত্রী ও অভিষেক’। আসলে ওঁর মাথায় সব তার কেটে গিয়েছে। উনি প্রতিশ্রুতি দিতে পারেন না। কারণ যা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, প্রতিশ্রুতি দিলেও সেগুলোকে এড়ানো যাবে না। তাই গদ্দার উন্নয়নের কথা বলেন না, শুধু ঢপের গ্যাস দিয়ে যান।’’ শুক্রবার পুরুলিয়ার জয়পুর আরবিবি হাইস্কুল ময়দানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আয়োজিত সভায় এভাবেই গদ্দার অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূল রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ভিড়ে ঠাসা সভায় ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, দলীয় জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক সুশান্ত মাহাতো, প্রাক্তন সাংসদ ড. মৃগাঙ্ক মাহাতো, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ।

আরও পড়ুন-মিথ্যা মামলায় ১১ মাস জেলে, সিসোদিয়ার জন্মদিনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়াল

বক্তব্যের শুরুতেই রামচন্দ্রকে নিয়ে বিজেপির রাজনীতির জবাবে দেবাংশু বলেন, ভগবান রামচন্দ্র তাঁর কোনও প্রজাকে কষ্টে থাকতে দেননি। আমাদের মুখ্যমন্ত্রী তাই রামচন্দ্রের আশীর্বাদ পেয়েছেন। প্রকৃত ভক্ত বিজেপি নয়, ওরা দেবতাকে পথে নামিয়ে এনেছে।
মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প চালু করেছেন, তার সুযোগ রাজ্যের সকলে পান। পুরুলিয়া লোকসভা বিজেপির দখলে। তবু পুরুলিয়ার মানুষ বঞ্চিত হননি। এটাই দিদি।

আরও পড়ুন-রাজ্যসভায় পুনরায় মনোনয়নের অনুমতি পেলেন আপের সঞ্জয় সিং

সন্দেশখালিতে ইডি হানা নিয়ে বলেন, ওরা তদন্তে যায়নি, প্ররোচনা সৃষ্টি করতে গিয়েছিল। মানুষ তা মেনে নেয়নি। এই বিক্ষোভে তৃণমূল ছিল না, স্থানীয় মানুষ ছিল। প্ররোচনা দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বিজেপি।

Latest article