প্রতিবেদন : শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বের প্রথম দশের তালিকায় বাংলার শিক্ষক। কোভিড যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে তখনও বেপরোয়া বাংলার আদর্শ শিক্ষক দীপনারায়ণ নায়ক (Deep Narayan Nayak)। আসানসোলের জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক দীপনারায়ণ লকডাউনের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে প্রান্তিক শিশুদের পড়াতে বসেছিলেন। কাদার দেওয়ালকে ব্ল্যাকবোর্ড হিসেবে ব্যবহার করে রাস্তাকেই শুরু করছিলেন নিয়মিত ক্লাস। তারই স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছিলেন ‘টিচার অফ দ্য স্ট্রিটস’ উপাধি। সেই দীপনারায়ণই (Deep Narayan Nayak) এবারে আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে বিশ্বে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন নিজের। ‘ইউএসডি ওয়ান মিলিয়ন গ্লোবাল টিচার প্রাইজ ২০২৩’ এর ফাইনাল রাউন্ডে ১৩০টি দেশের যে ১০ জন নির্বাচিত হয়েছেন তাঁদেরই একজন এই দীপনারায়ণ। লকডাউনের সময় ডিজিটাল শিক্ষার তাৎপর্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। প্রান্তিক শিশুদের মন থেকে ভয় দূর করে তাঁদের অত্যাধুনিক শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। কাউন্সেলিং করেছিলেন অভিভাবকদেরও। দরিদ্রসীমার নিচে থাকা প্রান্তিক মানুষ এবং শিশুদের সাক্ষর করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান সত্যিই মনে রাখার মতো।
আরও পড়ুন- গাজায় নয়া মারণাস্ত্র? পণবন্দিদের তথ্য জানতে লিফলেট বিলি করল সেনা