জেলায় জেলায় আজ পুজো কার্নিভাল

তৎপর প্রশাসনের প্রস্তুতি শেষ, দুর্গা কার্নিভালে লক্ষাধিক মানুষের ভিড় সামলাতে তৈরি বর্ধমান প্রশাসন, বর্ধমানে আকর্ষণ বলিউড অভিনেতা আসরানি, ভাগ্যশ্রী

Must read

সংবাদদাতা, বর্ধমান : বাংলার দুর্গাপুজো এবং তাকে ঘিরে কার্নিভাল দেখতে বর্ধমান আসছেন বলিউডের চিত্রতারকারা। আজ, বৃহস্পতিবার বর্ধমানে জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে দুর্গা কার্নিভাল (Durga Puja carnival)। বুধবার সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতির কাজ চলে। দফায় দফায় কাজ খতিয়ে দেখে যান জেলাশাসক, জেলা পুলিশ সুপার থেকে অন্য পুলিশ ও প্রশাসন কর্তারা। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানান, গত বছর থেকে বর্ধমান শহরে এই কার্নিভাল শুরু হয়। গত বছর কার্নিভাল দেখতে হাজির হন বলিউডের একদা খ্যাতনামা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। এবার আসছেন আসরানি এবং ভাগ্যশ্রী। বিকাল সাড়ে চারটেয় শহরের নীলপুর মোড় থেকে এই কার্নিভালের শোভাযাত্র শুরু হয়ে কার্জন গেটের সামনে জিটি রোড হয়ে পুরসভা মোড়ে শেষ হবে। এবার ২৮টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ডিজে বাজানো যাবে না। প্রতিটি ক্লাব ৫টি গাড়ি ব্যবহার করতে পারবে। কার্জন গেটের মূল মঞ্চের সামনে প্রতিটি ক্লাব তাদের থিম প্রদর্শন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রথমবার কার্নিভাল নিয়ে যে উৎসাহ ছিল এবার তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার তাই লক্ষাধিক মানুষের সমাগম হবে কার্নিভাল দেখাতে। মূল অতিথিদের মঞ্চের পাশাপাশি প্রবীণ নাগরিক, বিশিষ্ট খেলোয়াড়দের জন্যও আলাদা মঞ্চ করা হয়েছে। প্রথমবারের ত্রুটিবিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে এবার চেষ্টা হয়েছে আরও বড় করে কার্নিভাল করার। মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য নীলপুর মোড় থেকে পুরসভা পর্যন্ত ৩টি পয়েণ্ট করা হচ্ছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকছে।
উল্লেখ্য, বর্ধমান শহরের পাশাপাশি এ বছর জামালপুরেও হচ্ছে দুর্গা কার্নিভাল (Durga Puja carnival)। জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি জানান, এবারে তাঁরা ৬টি ক্লাবকে নিয়ে এই কার্নিভাল করছেন। জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হালাড়া মোড় থেকে জামালপুর পুলমাথা পর্যন্ত কার্নিভাল অনুষ্ঠিত হবে দুপুর ৩টে থেকে। জামালপুরের মানুষের পক্ষে কলকাতা বা বর্ধমানের কার্নিভাল দেখা সম্ভব নয়। তাই জামালপুরে আয়োজন করা হচ্ছে প্রথমবার। এবারের সফলতার ওপর পরেরবারের ব্যাপকতা নির্ভর করছে।

আরও পড়ুন- বিশ্বের সেরা দশে বাংলার শিক্ষক

Latest article