জামিনের শুনানি পিছোল

Must read

প্রতিবেদন : আগামী ৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেল দিল্লির (Delhi) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিনের আবেদনের শুনানি। ফলে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া সিসোদিয়াকে থাকতে হচ্ছে জেলেই। শনিবার জামিন মামলার শুনানিতে সিসোদিয়ার আইনজীবী জানান, ইডির জবাবের কপি এখনও হাতে আসেনি। ফলে জবাব দাখিল করতে আরও কিছু সময় লাগবে। আইনজীবীর তরফে একথা জানানোর পর আগামী ৫ এপ্রিল পর্যন্ত এই মামলা পিছিয়ে দেন বিচারপতি। অন্যদিকে সিবিআইয়ের বিশেষ আদালতেও মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিন মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে। আগামী ৩১ মার্চ সিবিআই গ্রেফতারির জেরে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিন মামলার রায়দান। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই তিনি তিহার জেলে বন্দি। ৯ মার্চ ফের মণীশকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন: উচ্চ আদালত স্থগিতাদেশ দিলে পদ ফিরে পেতে পারেন রাহুল, মত আইনজ্ঞদের

Latest article