বিবিসিকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট

বিবিসির তথ্যচিত্রে দাঙ্গার জন্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

Must read

প্রতিবেদন : ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসিকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন নিয়ে মামলা দায়ের করেছিল গুজরাতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির দাবি, ওই তথ্যচিত্রের মাধ্যমে ভারত ও ভারতীয় বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই মানহানির মামলায় বিবিসিকে নোটিশ পাঠানো হয়েছে। বিচারপতি শচীন দত্ত বিবিসির বিরুদ্ধে এই নোটিশ জারি করেছেন। মানহানির মামলা নিয়ে বিবিসিকে তাদের বক্তব্য জানাতে হবে। বিবিসির মূল অফিসের সঙ্গে ভারতীয় অফিসের কর্তাদেরও নোটিশ পাঠানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন-আসানসোল জেলা হাসপাতাল পেল সেরা কেন্দ্রীয় স্বীকৃতি

এই তথ্যচিত্র প্রকাশের দু’দিন পরেই দেশজুড়ে তথ্যচিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করেছিল মোদি সরকার। সেই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয় দেশের বিরোধী দল ও নাগরিক সমাজ। ২০০২ সালে মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাতে ভয়ঙ্কর দাঙ্গা হয়। দাঙ্গায় মৃত্যু, গণধর্ষণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ তাণ্ডব চলে। বিবিসির তথ্যচিত্রে দাঙ্গার জন্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ওই দাঙ্গা-পরবর্তী সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী মোদিকে মেরুকরণের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল বলেও ইঙ্গিত দেওয়া হয়। ওই তথ্যচিত্র প্রকাশের পরেই দিল্লি হাইকোর্টে মামলা৷

Latest article