আসানসোল জেলা হাসপাতাল পেল সেরা কেন্দ্রীয় স্বীকৃতি

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণের কাছ থেকে সোমবার কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সার্টিফিকেট আসানসোল জেলা হাসপাতালে আসে।

Must read

সংবাদদাতা, আসানসোল : হাসপাতালের ১২টি বিভাগের পরিষেবা ও পরিকাঠামোর গুণগত মানে সেরার স্বীকৃতি লাভ করল আসানসোল জেলা হাসপাতাল। সবমিলিয়ে সূচক মান হচ্ছে ৯২ শতাংশ। এর ভিত্তিতেই রাজ্যের মধ্যে আসানসোল জেলা হাসপাতাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের তরফে কোয়ালিটি সার্টিফিকেট পেল। যাকে বলা হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স স্ট্যান্ডার্ড বা এনকিউএএস।

আরও পড়ুন-বনগাঁয় নবজোয়ার, প্রস্তুতিসভা আইএনটিটিইউসির, অভিষেকের বার্তা শুনতে উদগ্রীব কর্মীরা

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণের কাছ থেকে সোমবার কেন্দ্রীয় সরকারের দেওয়া এই সার্টিফিকেট আসানসোল জেলা হাসপাতালে আসে। স্বাভাবিকভাবেই এমন একটা মাইলফলকে পৌঁছতে পারা ও হাসপাতালের মুকুটে সাফল্যের একটা পালক লাগায় সুপার ডাঃ নিখিলচন্দ্র দাস-সহ সমস্ত চিকিৎসক, নার্স ও কর্মীরা উচ্ছ্বসিত। এদিন জেলা হাসপাতালের ডিএনবি কনফারেন্স হলে কেক কেটে এই সাফল্য উদযাপন করা হয়। ছিলেন সহকারী সুপার ভাস্কর হাজরা, সৃজিত মিত্র ও মিলনকুমার দে, সুরভি বন্দোপাধ্যায়, প্রিয়ঙ্কা কুমারী, মল্লিকা মজুমদার, ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, ডাঃ শুভজিৎ রায়, ডাঃ তনুময় কবিরাজ প্রমুখ।

Latest article