লজ্জা! সমীক্ষা রিপোর্টে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি

দূষণের তালিকায় তৃতীয় ভারত

Must read

প্রতিবেদন : এ লজ্জা রাখব কোথায়! বিশ্ব উষ্ণায়ন এবং দূষণের বিরুদ্ধে দেশ-বিদেশে যখন সওয়াল করে চলেছেন প্রধানমন্ত্রী, তখন নিজের দেশকেই দূষণমুক্ত করার লড়াইয়ে পর্যুদস্ত তাঁর গেরুয়া সরকার। আর তারই পরিণতিতে বিশ্বের দূষণ তালিকায় তৃতীয় স্থানে ভারত। প্রথম এবং দ্বিতীয় স্থানে দুই প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তান। এখানেই শেষ নয়, বায়ুর গুণমান এতটাই খারাপ যে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর কলঙ্কও জুটেছে দিল্লির। নয়াদিল্লির (Pollution- Delhi) দূষণ নিয়ে নানাবিধ আলোচনা, পদক্ষেপ করা হলেও পরিস্থিতি যে সেই তিমিরেই ফের তা স্পষ্ট হল সাম্প্রতিক এক সমীক্ষায়। সুইজ়ারল্যান্ডের সংস্থা আইকিউএয়ার গোটা বিশ্বের দূষণ পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে যাচ্ছে, বায়ুর গুণমানের নিরিখে নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী। এই নিয়ে টানা চারবার দূষণের মুকুট জুটল রাজধানীর। ২০২৩ সালের তথ্যের নিরিখে বিশ্ব বায়ু গুণমান রিপোর্ট প্রকাশ করেছে আইকিউএয়ার। সেখানে বলা হয়েছে, ভারতে গড় বার্ষিক পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম। বাংলাদেশ ও পাকিস্তানের যথাক্রমে ৭৯.৭ এবং ৭৩.৭ মাইক্রোগ্রাম। ২০২২ সালের রিপোর্টে দূষণ তালিকায় ভারতের অবস্থান ছিল অষ্টম। সেই সময়ে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ছিল ৫৩.৩ মাইক্রোগ্রাম। সমীক্ষা-রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মোদি সরকারের ব্যর্থ তা। নতুন সমীক্ষায় বিহারের বেগুসরাই সারা বিশ্বে শহরগুলির মধ্যে সব চেয়ে দূষিত (Pollution- Delhi)। সেখানকার বায়ুর গুণমান প্রতি ঘনমিটারে ১১৮.৯ মাইক্রোগ্রাম। বিশ্বের দূষিত প্রথম ১১টি শহরের মধ্যে লাহোর বাদে বাকি ১০টিই ভারতের। দূষিত ৫০টি শহরের মধ্যে ৪২টি ভারতের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর সহনীয় মাত্রা ৫ মাইক্রোগ্রাম। সেখানে নয়াদিল্লির দূষণের মাত্রা অনেক বেশি। যার প্রভাব পড়ছে রাজধানীর নাগরিকদের স্বাস্থ্যে। শুধু নয়াদিল্লি নয়, ওই রিপোর্ট অনুযায়ী হু নির্দেশিত মাত্রার চেয়ে সাত গুণ বেশি দূষণে জর্জরিত ভারতের ৯৬ শতাংশ নাগরিক। দূষণের জেরে বিশ্ব জুড়ে প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। প্রতি ন’জনের মধ্যে একজনের মৃত্যুর জন্য দায়ী দূষণ। হু-র রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর বিশ্বে দূষণের জেরে প্রাণ হারান ৭০ লক্ষ মানুষ। পরিবেশবিদরা জানাচ্ছেন, দূষণের জেরে শ্বাসকষ্ট, ফুসফুসের নানা রোগ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন- টপকে গেল গুজরাতকে, দুধ উৎপাদনে দেশের সেরা বাংলা

Latest article