ইউএপিএ ধারায় সাংবাদিকদের গ্রেফতার করল দিল্লি পুলিশ

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ।

Must read

প্রতিবেদন : আর্থিক অসংগতির অভিযোগ তুলে অনলাইন মিডিয়া হাউস নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এডিটর-ইন-চিফ অমিত চক্রবর্তীকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে অমিত শাহের পুলিশ। তাঁদের গ্রেফতারির তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে দেশের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন।

আরও পড়ুন-কানাডার ৪০ কূটনীতিককে ভারত থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র

মঙ্গলবার দিল্লিতে আচমকাই কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ‘নিউজক্লিক’ নামে এক সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। প্রায় ৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এমনকী এই সূত্রে এক সাংবাদিকের খোঁজ পেতে দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও তল্লাশি চলে। এদিনের তল্লাশিতে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার দুই। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন-পদার্থবিদ্যায় নোবেলজয়ী তিন দেশের তিন বিজ্ঞানী

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ।
ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করা হয় বলে অভিযোগ কেন্দ্রের।
দিল্লিতে নিউজক্লিক নামের নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়ার অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এবার গ্রেফতার, তল্লাশি ও ইউএপিএ আইনে মামলা।

Latest article