তিস্তায় হড়পা বান, নিখোঁজ সেনার গাড়ি সহ ২৩ জওয়ান

রাতেই বেশ কিছু এলাকায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছিল। নীচু এলাকা থেকে সাধারণ মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছিল।

Must read

আজ সকালে তিস্তায় (Teesta) হড়পা বান আসে। এর জেরে ফলে সেনার একটি ট্রাক তলিয়ে যায় নদীতে। সেনার সেই ট্রাকে কমপক্ষে ২৩ জন জওয়ান ছিলেন বলে খবর। নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সিংতামের কাছে বরদঙে নদীর ধারে দাঁড় করানো ছিল সেনার গাড়িটি। হড়পা বান আসায় ট্রাকটি হঠাৎ করেই তলিয়ে যায় নদীতে।

আরও পড়ুন-ইউএপিএ ধারায় সাংবাদিকদের গ্রেফতার করল দিল্লি পুলিশ

চুংথাম বাঁধ তেকে থেকে জল ছাড়ার ফলেই তিস্তায় এই হড়পা বান আসে। জলস্তর ১৫ থেকে ২০ ফিট পর্যন্ত বেড়ে যায়। গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে কমপক্ষে সাতজন নিখোঁজ হন। ৬টি সেতু ধুয়ে যায়।

আরও পড়ুন-কানাডার ৪০ কূটনীতিককে ভারত থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র

সিকিম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক প্রভাকর রাই এই বিষয়ে জানিয়েছেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে খবর আসে লাচেন এলাকায় তিস্তা নদীর জলের স্তর বেড়েছে। সম্ভবত সেখানে মেঘ ভাঙা বৃষ্টি নামে। আমরা বিষয়টি খতিয়ে দেখার যাচাই চেষ্টা করছি।’ তিনি বলেন যখন কোনও ছোট্ট একটা এলাকায় এক ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়, তখন সেটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। রাতেই বেশ কিছু এলাকায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছিল। নীচু এলাকা থেকে সাধারণ মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছিল।

আরও পড়ুন-আপাতত জেলেই থাকছেন চন্দ্রবাবু

সেনাবাহিনীর তরফে জানানো হয়, আজ সিকিমের সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে জল প্রবেশ করে। তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছে না ২৩ জওয়ানের। তাঁরা ভেসে গিয়েছে নাকি পাহাড়ের খাদে পড়ে গিয়েছে সেটা অজানা।

Latest article