তিস্তায় হড়পা বানে ক্ষতিগ্রস্ত সিকিম, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

আজ বুধবার সকালে তিস্তায় (Teesta) হড়পা বান এর ফলে সেনার একটি ট্রাক তলিয়ে যায় নদীতে। সেনার সেই ট্রাকে কমপক্ষে ২৩ জন জওয়ান ছিলেন।

Must read

আজ বুধবার সকালে তিস্তায় (Teesta) হড়পা বান এর ফলে সেনার একটি ট্রাক তলিয়ে যায় নদীতে। সেনার সেই ট্রাকে কমপক্ষে ২৩ জন জওয়ান ছিলেন। নিখোঁজ জওয়ানদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সিংতামের কাছে বরদঙে নদীর ধারে দাঁড় করানো ছিল সেনার গাড়িটি। হড়পা বান আসায় ট্রাকটি হঠাৎ করেই তলিয়ে যায় নদীতে। চুংথাম বাঁধ তেকে থেকে জল ছাড়ার ফলেই তিস্তায় এই হড়পা বান আসে। জলস্তর ১৫ থেকে ২০ ফিট পর্যন্ত বেড়ে যায়। গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে কমপক্ষে সাতজন নিখোঁজ হন। ৬টি সেতু ধুয়ে যায়।

আরও পড়ুন-তিস্তায় হড়পা বান, নিখোঁজ সেনার গাড়ি সহ ২৩ জওয়ান

এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সিকিমে আকস্মিক বন্যার ফলে ২৩ জন সৈন্য নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমি উদ্বিগ্ন। এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে আমি উত্তরবঙ্গের সকলকে বিপর্যয় রোধে সর্বাধিক সতর্কতা বজায় রাখার জন্যও অনুরোধ করছি। ইতিমধ্যেই আমার মুখ্য সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি খুব দ্রুত নিতে বলেছি। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে যাতে প্রাণহানি না হয় সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে।’

 

Latest article