অবশেষে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। বিশ্বজয়ী কুস্তিগীরদের আন্দোলনের কাছে মাথানত করে অবশেষে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্থা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ করে এই চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। যদিও পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ। কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। বৃহস্পতিবার চার্জশিট প্রকাশ করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগিরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একাধিক অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।
আরও পড়ুন: কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো
তবে একাধিক ধারা অভিযোগ দায়ের হলেও পকসো আইনে ব্রিজভূষণের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেছে পুলিশ। এক নাবালিকা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে এই আইনে অভিযোগ দায়ের করে তদন্ত করছিল পুলিশ। তবে তদন্ত চলাকালীন বয়ান পাল্টে ফেলেন নাবালিকার বাবা। যার ভিত্তিতে পরে সেই অভিযোগ খারিজ করে পুলিশ। তবে এই অভিযোগ আদেও খারিজ হবে কিনা আগামী ৪ জুলাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।