দিল্লির বায়ুদূষণ আবার গুরুতর পর্যায়ে, বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা জারি

দিল্লির বাতাসের বিষ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দূষণের মাত্রা আগের চেয়ে কিছুটা কমলেও রাজধানীর বাতাস এখনও ‍‘তীব্র’ দূষণ-এর পর্যায়েই রয়েছে

Must read

প্রতিবেদন : দিল্লির বাতাসের বিষ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দূষণের মাত্রা আগের চেয়ে কিছুটা কমলেও রাজধানীর বাতাস এখনও ‍‘তীব্র’ দূষণ-এর পর্যায়েই রয়েছে। সোমবার সকাল থেকেই ধোঁয়াশার পুরু চাদরে ঢাকা পড়েছিল দিল্লি-সহ আশপাশের এলাকা। দিল্লির বেশিরভাগ অংশেই বায়ুর গুণমান ‍‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে৷

আরও পড়ুন-শিলাবৃষ্টির জের, নাসিকে পেঁয়াজের দাম বাড়ল ৩০%

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) অনুসারে, আরকে পুরমে বাতাসের গুণমান ইনডেক্স সকালেই ছিল ৪১৯, যা গুরুতর। বেলার দিকে বায়ুর গুণমান আরও খারাপ হয়ে ৪৫৫ পয়েন্টে পৌঁছে যায়। সবমিলিয়ে বাতাসের গুণমানের চরম অবনতি। এদিকে এরই মধ্যে দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হলে দূষণ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। দূষণের পাশাপাশি ঠান্ডাও বেড়েছে দিল্লিতে। আবহাওয়া দফতর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হরিয়ানার মহেন্দ্রগড় ও নারনৌলে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চাপ, পাল্টা শর্ত দিয়ে ‘কৌশল’ ইজরায়েলের

উত্তরপ্রদেশের নন্দগাঁও, বারসানা, ভরতপুর এবং রাজস্থানের ডিগ-এর আশপাশের অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবের দক্ষিণ অংশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বজ্রঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Latest article