নিমতিতা স্টেশনে বিস্ফোরণ আহতদের চাকরির দাবি

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর :‌ বছর ঘুরতে চলল এখনও নিমতিতা (Nimtita) স্টেশনে বিস্ফোরণে না গ্রেফতার হয়েছে মূল চক্রী, না আহতরা পেয়েছেন রেলের ক্ষতিপূরণ। এই দুই দাবি নিয়ে রবিবার সকাল থেকে নিমতিতা (Nimtita) স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন দুর্ঘটনায় আহতরা। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী জাকির হোসেন যখন নিমতিতা স্টেশন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেসে উঠতে যাচ্ছিলেন, সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটে। জাকির–‌সহ ২৭ জন আহত হন। রাজ্য সরকার এসএসকেএম হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছে। পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণও দিয়েছে। জীবন বাঁচাতে কয়েকজনের হাত–‌পা কেটে ফেলতে হয়েছিল।

আরও পড়ুন – গণতন্ত্র নয়, বাংলাকে বঞ্চনার ট্র্যাডিশন 

মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেন। পরে এনআইএ মামলার দায়িত্ব নেয়। তারা মাত্র দু’জনের নামে চার্জশিট জমা দিয়েছে। আহতরা এনআইএ–‌র তদন্তে সন্তুষ্ট নন। এছাড়াও রেল তাঁদের কোনও ক্ষতিপূরণও দেয়নি। আহত কৃষ্ণ রায় বলেন, ‘‘এনআইএ মূল চক্রীকে ধরতেই পারেনি। বিস্ফোরণে আমরা অনেকেই অক্ষম হয়ে পড়েছি। রেলের এলাকায় বিস্ফোরণ, তাই কেন্দ্রীয় সরকারের কাছে সরকারি চাকরি দাবি করছি।’’‌ তৃণমূল কংগ্রেস নেতা গৌতম ঘোষ বলেছেন, ‘‌‘আহতদের দাবি যুক্তিপূর্ণ। আমরাও কেন্দ্রীয় সরকারের কাছে আহতদের জন্য ক্ষতিপূরণ ও চাকরির দাবি করছি।’’‌

Latest article