শীত পড়লেই ডেঙ্গি বিদায়

যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্যের সমস্ত পুরসভা। তাও পরিস্থিতি উন্নতির তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Must read

প্রতিবেদন : বর্ষা বিদায় নিলেও, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ দেখা যাছে না। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গি দমনে যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্যের সমস্ত পুরসভা। তাও পরিস্থিতি উন্নতির তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে একটি আশার কথা রয়েছে বলে স্বাস্থ্য কর্তাদের অভিমত। তাঁদের আশা, শীত আরেকটু জাঁকিয়ে পড়লেই এবছরের মতো বিদায় নেবে ডেঙ্গি।

আরও পড়ুন-কেন্দ্রের শিক্ষা ব্যবস্থায় হতাশ বিজ্ঞানী বিকাশ

এদিকে এবার ডেঙ্গিতে প্রাণ হারালেন রাজ্যের এক স্বাস্থ্যকর্তা। মৃতের নাম অনির্বাণ হাজরা। তিনি হাওড়ার বাসিন্দা। ৪২ বছরের অনির্বাণবাবু বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তা ছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর গত পয়লা নভেম্বর থেকে তিনি বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাঁর অবস্থার দ্রুত অবনতি হয়। তাঁর প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। এরপর অনির্বাণবাবুকে সিসিইউ-তে সরানো হলেও, বাঁচানো সম্ভব হয়নি। স্বাস্থ্যভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যাও ৫০ ছাড়িয়েছে। কলকাতার ডেঙ্গি পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। গত এক সপ্তাহে মহানগরীতে ৬৮১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

Latest article