শনিবার রাতে কলকাতার ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অতীন ঘোষের মা অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যা দেওয়ার সময় গীতা ঘোষের শাড়িতে আগুন ধরে যায়। এর ফলে তিনি অগ্নিদগ্ধ হন। জানা যাচ্ছে, তাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে পরে আরজি কর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি। অতীন ঘোষের মায়ের বয়স বর্তমানে ৮৫ বছর।
আরও পড়ুন-দিল্লির কালকাজি মন্দিরে মঞ্চ ভেঙে মৃত ১, আহত ১৭
গীতা ঘোষ উত্তর কলকাতার নলীন সরকার স্ট্রিটের বাড়িতে থাকেন । শনিবার পৌনে সাতটা নাগাদ সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ জ্বালাতে গিয়ে দেশলাই কাঠি থেকে আগুন ধরে যায় তাঁর শাড়িতে। সেদিকে তাঁর নজর ছিল না। পরে আগুন লাগার ঘটনা যখন বুঝতে পারলেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বাড়ির বাকি সদস্যরা চিৎকার শুনে আগুন নেভাতে আসেন। কিন্তু ততক্ষন আঘাত বেশ গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় আপাতত চিকিৎসাধীন তিনি।