দিল্লির কালকাজি মন্দিরে মঞ্চ ভেঙে মৃত ১, আহত ১৭

দিল্লির (Delhi) কালকাজি মন্দিরে (Kalkaji Temple) মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরে অনুমতি ছাড়াই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছি

Must read

দিল্লির (Delhi) কালকাজি মন্দিরে (Kalkaji Temple) মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরে অনুমতি ছাড়াই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৬০০ ভক্ত। হঠাৎ করেই মঞ্চ ভেঙে বিপত্তি। এই ঘটনায় ১ মহিলার মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। আহতদের খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকাজি মন্দিরে দেবীর নামে সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। ‘মাতা জাগরণ’-এর সেই অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশ অবশ্য অনুমতি দেয়নি। সূত্রের খবর, অনুষ্ঠান মঞ্চে এক সাথে অনেক বেশি ভক্ত উঠে পড়েন। ভক্তদের চাপ সামলাতে না পেরেই মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চে থাকা মানুষজন পড়ে যায় এবং এর ফলেই মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে, আহত ভক্তদের মধ্যে প্রায় সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অনেকেরই হাড় ভেঙে গিয়েছে। তবে আর নতুন করে কারও প্রাণ সংশয় নেই।

আরও পড়ুন-কেন বিজেপিকে একটি ভোটও নয়?

অনুষ্ঠানের অনুমতি ছিল না বটে তবে বেশ কয়েকজন পুলিশকর্মী সেখানে মোতায়েন ছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, বিনা অনুমতিতে কীভাবে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হল। ভক্তিগীত চলাকালীন ভক্তদের অনেকে উত্তেজিত হয়ে মঞ্চে উঠে পড়েন। তাই এই দুর্ঘটনা ঘটে। একাধিক পুলিশকর্মীরা সেখানে থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেন তারা। দুর্ঘটনার পর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দিল্লি পুলিশের তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

Latest article