রাজ্যসভা থেকে এবার বরখাস্ত ডেরেক ও’ব্রায়েন

ডেরেক ও’ব্রায়েনকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হল৷ সংসদে বিরোধী স্বর দমন করার নজির ফের দেখল দেশ৷

Must read

নয়াদিল্লি : প্রতিবাদের জেরে শাস্তি৷ এবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হল৷ সংসদে বিরোধী স্বর দমন করার নজির ফের দেখল দেশ৷

আরও পড়ুন-কুলদীপ নিয়ে শাস্ত্রীকে খোঁচা অশ্বিনের

মঙ্গলবার কেন্দ্রের আনা নির্বাচনী সংস্কার বিল এবং তৃণমূল-সহ ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করছিলেন তৃণমূল সাংসদরা৷ সেইসময় ডেরেকের আচরণ যথাযথ ছিল না জানিয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরবংশ নারায়ণ সিং৷

আরও পড়ুন-বক্সিং ডে টেস্টে বৃষ্টির পূর্বাভাস

তিনি জানান, তৃণমূল কংগ্রেসের দলনেতাকে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্যুইট বার্তায় ডেরেকের অভিযোগ, নির্বাচনী আইন সংশোধনী বিলের মাধ্যমে জনস্বার্থকে অগ্রাহ্য করে আইন আনার চেষ্টা হচ্ছে৷ আমি তার প্রতিবাদ জানিয়েছি​লাম৷ এর আগে শেষবার আমি যখন রাজ্যসভা থেকে সাসপেন্ড হই, তখন কেন্দ্রীয় সরকার কৃষক–বিরোধী কৃষি বিল পাশ করায়৷ তারপর সেই আইনের কী পরিণতি হয়েছে তা আমরা সবাই জানি৷ এবার সংসদে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় সাসপেন্ড করা হয়েছে৷ আশা করি, জনবিরোধী নির্বাচনী সংস্কার বিলের পরিণতিও আগামীদিনে কৃষি বিলের মতোই হবে৷

Latest article