প্রতিবেদন : নাম শুনেই কাঁপুনি শুরু। ছলে-বলে-কৌশলে বিরোধী জোটের সংক্ষিপ্ত ‘ইন্ডিয়া’ নামের ব্যবহার আটকাতে নেমেছে গেরুয়া শিবির। বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ (INDIA) আবেগ তাদের সর্বনাশ করে দিতে পারে বলে মহাশঙ্কিত মোদির দল। অথচ কিছুদিন আগে পর্যন্তও বিরোধী জোটকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখাতে নেমেছিলেন বিজেপি নেতারা। এখন বিপদ বুঝে পাল্টা নানা চাল শুরু।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মহাজোটের নতুন নামকরণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত রূপ ইন্ডিয়া। নতুন নামকরণে উদ্বিগ্ন শাসক শিবিরের পক্ষ থেকে ইন্ডিয়া (INDIA) নামে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, জোটের নাম হিসেবে বিরোধী দলগুলি দেশের নাম ব্যবহার করতে পারে না। শুক্রবার এই মামলার বিষয়েই নোটিশ পাঠিয়ে ২৬টি রাজনৈতিক দল এবং নির্বাচনী সংস্থার জবাব চেয়েছে প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চ।