জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু

Must read

প্রতিবেদন : এলাহাবাদ হাইকোর্টের অনুমোদন পাওয়া মাত্রই শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque Survey) আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) তরফে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। এদিন সকালে পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা কয়েকটি দলে ভাগ হয়ে মসজিদের ভিতরে ও বাইরে সমীক্ষার কাজ শুরু করেছেন। তবে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে এই প্রক্রিয়ার অংশগ্রহণ করা হয়নি। মসজিদ কমিটির যুগ্ম সচিব এস এম ইয়াসিন বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। শীর্ষ আদালতের নির্দেশ দেখে আমরা পরবর্তী পদক্ষেপ করব।
শুক্রবার ভোর থেকেই জ্ঞানবাপী (Gyanvapi Mosque Survey) এলাকায় বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সকাল সাতটা নাগাদ সেখানে পৌঁছন এএসআই আধিকারিকরা। কড়া নিরাপত্তার মধ্যেই জ্ঞানবাপীতে শুরু হয় বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। সেখানে উপস্থিত হিন্দু পক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠী বলেন, কতদিন ধরে এই সমীক্ষা চলবে সেটা তো এএসআইয়ের কাজের উপর নির্ভর করবে। অযোধ্যায় রামমন্দিরের সমীক্ষা করতে সাত-আট মাস সময় লেগেছিল।

আরও পড়ুন- মণিপুরে পুলিশ খুন একাধিক থানায়, হামলা উন্মত্ত জনতার

Latest article