সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বংসী আগুন। সোমবার মধ্যরাতে প্রায় ২টো নাগাদ এই আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রায় দশ থেকে বারোটি ইঞ্জিন লাগাতার এসে আট ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষে অন্ডাল বিমানবন্দরের দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। সেখানকার দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নেভাতে সব মিলিয়ে ১৫টি ইঞ্জিন কাজ করে।
আরও পড়ুন-কসবা হাইস্কুল নিয়ে সিদ্ধান্ত হাইকোর্টের
ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পৌঁছন অন্য আধিকারিকগণ। এই বিল্ডিংয়ের তিনতলা ও দোতলা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিস। এবং নিচের তলায় বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে। মূলত তিনতলায় সমস্ত ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ২টো থেকে ভবনের সামনেই রয়েছেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে বিল্ডিংয়ের তিন তালার সমস্ত ঘরেই আগুন লেগেছে। দোতলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের আধিকারিকরা গিয়ে ক্ষয়ক্ষতির হিসাবনিকাশ করেছেন।
আরও পড়ুন-গ্রামীণ পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষায় সমীক্ষা পঞ্চায়েতের
সাধারণ মানুষের সমস্ত নথি সংরক্ষিত রয়েছে তাঁদের অনুরোধ করব চিন্তা করবেন না। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসক, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন সিইও, দুর্গাপুরের নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ বিভিন্ন আধিকারিকরা তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন