ম্যাঞ্চেস্টার, ৬ মার্চ : আমার মনে হয় না এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! অ্যানফিল্ডে ০-৭ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটাই প্রাথমিক প্রতিক্রিয়া এরিক টেন হ্যাগের।
কোনও প্রতিযোগিতামূলক খেলায় এটাই রেড ডেভিলসদের সবথেকে বড় পরাজয়। এই ফল শুধু ম্যান ইউ ম্যানেজার নয়, চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। প্রাক্তনদের অনেকেই বিস্মিত। ম্যান ইউ ইদানীং ছন্দে ছিল এবং তারপরও তাদের উপর এমন গোলের সুনামি চমকে দিয়েছে সবাইকে।
আরও পড়ুন-এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখেরও বেশি, উচ্চমাধ্যমিকের জন্য ছুটি বাতিল
টেন হ্যাগ বলেছেন, প্রথমার্ধে আমরা অপেশাদারের মতো খেলেছি। কিন্তু গোলের সুযোগ পেয়েছিলাম। ওদের গোলকিপারকে একা পেয়েও গিয়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধের খেলায় আমি বিস্মিত। আমরা ওদের হাতে ম্যাচটা তুলে দিয়েছি।
টেন হ্যাগ আরও বলেছেন, প্রথম দুটো গোল ডিফেন্সের ট্র্যানজিশন মোমেন্টের মধ্যে মধ্যে হয়েছে। প্রথমটা টার্নওভার ও পরেরটা কাউন্টারে। যেভাবে এই গোলগুলো হয়েছে সেটা উদ্বেগজনক। তৃতীয় গোলটি অপেশাদার মতো হজম করেছে তাঁর ডিফেন্স। আর এই ০-৩-এই তাঁরা ম্যাচটা কার্যত হাতছাড়া করে বসেছিলেন।
আরও পড়ুন-অনাস্থা ও আস্থা ভোটের ভবিষ্যৎ ঠিক হবে পরে
ম্যান ইউ ম্যানেজার এরপর যোগ করেছেন, তাঁর দলকে এভাবে বিধ্বস্ত হতে আগে কখনও দেখেননি। তাঁর মনে হয়নি এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাঁর দল। রবিবারের ম্যাচে লিভারপুলের হয়ে গাকপো, সালাহ ও নুনেজ দুটি করে গোল করেছেন। একটি গোল ফিরমিনোর। এই হাতে লিগে আরও পিছিয়ে পড়ল ম্যান ইউ। তবে টেন হ্যাগ ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। তাঁর কথায়, দলকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি এটা নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলবেন। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে।এদিকে, এই হারে প্রাক্তন ফুটবল তারকা রয় কিন এত হতাশ হয়ে পড়েছেন যে তাঁর মনে হচ্ছে কয়েক মাস লুকিয়ে থাকবেন!